ভিনগ্রহীর প্রেম পত্র

আমি আমাকে পেয়েছি তোমার হৃদয়ে,
শুভ্র আলোর জ্যোতি। 
ভালোবাসা আমায় মুগ্ধ করেছে,
তোমার চিঠি দেখে মন ভরি।  
আমি আছি , থাকবো ছড়িয়ে 
তোমার পাশে মৃদু বাতাস হয়ে। 
নিশ্চিন্তে থাকো তবে মনে 
আশা না ফুড়িয়ে সিগ্ধ অনুভবে।


আমি যে পাগল দিনে বেহিসাবি 
অগোছালো জীবন, যেন শূন্য মরুভূমি। 
হাসিকি পাই শুনিয়া? 
আমি নিজেই হাসি মিটমিটাইয়া।
বিভ্রান্তি মাথা ঝেড়ে ফেলো।
বাস্তবতা কঠিন না হয়েই হলো। 
মিষ্টি এই মুখের হাসি দেখিয়ে 
বলোনা ভালোবাসি !!
হলাম না হয় আমি কোনো এক ভিনগ্রহী।






Comments

Popular posts from this blog

Borne Gondhe Bangla and English Lyrics ( বর্নে গন্ধে লিরিক্স ) By Sachin Dev Burman

Imagine Dragons - Demons Lyrics with video

We Don't Talk Anymore Lyrics and song - Charlie Puth